অন্যান্য

সিদ্ধিদাতা গণপতির পুজোয় মেতেছে ইসলামপুরের ভক্তরা

প্রতি বছরের মতো এবছরও ইসলামপুরের মহারাষ্টিয়ানরা তাদের আরাধ্য দেবতা গণপতির পুজোয় মেতে উঠেছে শনিবার। ইসলামপুর পুরসভার ৭ নাম্বার ওয়ার্ডের লোহা পট্টি এলাকার মাত্র কয়েকটি মহারাষ্ট্রের পরিবার এই পুজোয় প্রতি বছর মেতে ওঠে।

 

এই বছর করোনা আবহে পুজোর প্রতিমা, প্যান্ডেল, মন্ডপ অনেকাটাই ছোটো হয়েছে। এই পুজো ছোটো হওয়ার কারন যেমন সরকারী নিয়মবিধি মেনে চলার চাপ, তেমনি লকডাউনে ব্যবসার মন্দা থাকাও একটা অন্যতম কারন। উদোক্তারা জানিয়েছেন, পুজোর আড়ম্বর কিছুটা ছোটো হলেও উৎসবের আমেজে কোনো কমতি নেই তাদের৷ শনিবার সকালে আরতি দিয়ে পুজোর শুরু হয়েছে, যা চলবে আরও ১১ দিন। এই পুজোর আবহে ইসলামপুর শহরের মানুষ কোভিড ১৯ নিয়মবিধি মেনে কতটা উৎসব মুখর হয়ে ওঠেন সেটাই এখন দেখার।